Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যসারা দেশের সাথে রাজ্যে ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আইন অমান্য কর্মসূচি পালন...

সারা দেশের সাথে রাজ্যে ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আইন অমান্য কর্মসূচি পালন করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস

শুক্রবার সারা ভারতের কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন রাজভবন অভিযান সংঘটিত করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রাজ্যের সবকটি জেলায় এই আইন অমান্য আন্দোলন সংঘটিত করা হয়। এই আন্দোলনের মূল উদ্দেশ্য হলো দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে তাই এর প্রতিবাদে আইন অমান্য আন্দোলন সংগঠিত করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বর্তমান নরেন্দ্র মোদির শাসিত বিজেপি সরকার কে একহাত নেন এবং তিনি বলেন নরেন্দ্র মোদী সরকারের আট বছরে রাজত্বকালে পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। কর্মসংস্থানের জন্য বেকাররা ব্যাংকে গিয়ে ঋণ পাচ্ছে না এবং দু’কোটি চাকুরীর যে প্রতিশ্রুতি ছিল তা বাস্তবায়িত হয় নি। নেশায় ডুবে যাচ্ছে যুবসমাজ। তাই এ সরকারের বিরুদ্ধে আর চুপ করে বসে থাকা যাবে না, আন্দোলন গড়ে তুলতে হবে। তাছাড়া এদিন তিনি, ইউপিএ সরকারের আমলে দেশে ২৭ কোটি মানুষকে দারীদ্র সীমার উপরে নিয়ে আসা হয়েছিল। কিন্তু বর্তমান সরকারের আট বছরের রাজত্বকালে ২০২১ সালের এনডিএ রিপোর্ট অনুযায়ী ২৩ কোটি মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে। আর একের পর এক জি এস টি বসিয়ে মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে। আজ সরকার ধনীদের স্বার্থে কোটি কোটি টাকা মুকুব করে দিচ্ছে। ধনীদের টাকা না পাইয়ে দিয়ে, যদি কৃষকদের ঋণ মুকুব করে দিত তাহলে কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিত না। দেশের উন্নয়ন হতো বলে অভিমত ব্যাক্ত করেন। এ দিনের রাজভবন অভিযানে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য