আজ বিশালগড়ের বিবেকানন্দ শিশু নিকেতন দ্বাদশ স্কুলের কৃতি সম্বর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্যরা। এদিন এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন নারীদের প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ এগিয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ – শ্লোগান সত্যিকার অর্থেই আজ বাস্তবায়িত। দেশে মহিলারা আজ কোন অংশে পিছিয়ে নেই। সমস্ত ক্ষেত্রেই নারীরা এগিয়ে চলছে। জীবনে উন্নতি করতে হলে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন খুবই গুরুত্বপূর্ণ। অংশ নিয়ে আমি সত্যি অভিভূত। এ দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়।



