ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালক সমিতি সদর এ এম সি কমিটির উদ্যোগে ৭ম ত্রৈবাষিক সম্মেলনের আয়োজন করা হয় ৪৫ হরি গঙ্গা বসাক রোডে। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, মেয়র দীপক মজুমদার, সহ আরো অন্যান্যরা। এদিন মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পেট্রোল ডিজেল সংকট নিয়ে রাজ্যের মানুষের মধ্যে বিভ্রান্ত সরানো হচ্ছে। কিন্তু আমি বলব যে রাজ্যে ১২ দিনের পেট্রোল এবং ১২ দিনের ডিজেল মজুদ রয়েছে সুতরাং আতঙ্কিত হবার কিছুই নেই। রেললাইন ঠিক রয়েছে, গুয়াহাটি রোড ঠিক রয়েছে, শুধু আঠারোমুড়া রাস্তা কিছুটা খারাপ থাকায় তিন চার দিন ধরে তেলের ট্যাংকার আটকে রয়েছে। এদিনের কর্মসূচিতে সংগঠনের সদস্য সদস্যাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



