বিগত দু এক বছর করোণা মহামারীর কারণে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আনন্দে ফাটা পড়েছিল, কিন্তু এ বছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় রাজধানীর ক্লাবগুলো মেতে উঠেছে বড় বাজেটের দুর্গাপূজা নিয়ে। বৃহস্পতিবার রাজধানীর অন্যতম বনেদি ক্লাব ফ্লাওয়ার্স ক্লাব নিজেদের দুর্গাপূজার সূচনা উপলক্ষে সেরে নিল খুঁটি পূজা। এদিন সংবাদমাধ্যমকে ফ্লাওয়ার্স ক্লাবের পূজা কমিটির ক্যাশিয়ার প্রিয়ব্রত ঘোষ জানান, বিগত দু-তিন বছর করোনা মহামারীর কারণে দর্শনার্থীদের জন্য বিশেষ কিছু করতে পারিনি সে দিকে লক্ষ্য রেখে এবং ছোট বড় সকলের চাহিদার কথা মাথায় রেখে বড় বাজেটের পূজোর দিকে পা বাড়িয়েছেন বলে জানান এবং এ বছর পুজোর থিম হচ্ছে নবদ্বীপের পদ্মাবতী মন্দিরের আদলে, তাছাড়া এবছর পূজোর প্যান্ডেল পঞ্চমীর দিনেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা যেতে পারে বলে আশা ব্যক্ত করেন।



