বিগত কিছুদিন ধরে রাজ্যে দেখা দিয়েছে পেট্রোল সংকট, যার ফলে দুর্ভোগের শিকার হচ্ছে নিত্য দিনের যাত্রী থেকে শুরু করে ছোট বড় যান চালকরা। রাজধানীর পেট্রোল পাম্প গুলিতে দেখা যাচ্ছে শত শত বাইক, গাড়ির লাইন। জানা যায় আসাম আগরতলা জাতীয় সড়ক খারাপ হবার কারণেই রাজধানীতে পেট্রোলের ট্যাংকার পৌঁছতে না পারার ফলেই এই সংকট দেখা দিয়েছে বলে। এ নিয়ে বৃহস্পতিবার দুর্গাবাড়ি পেট্রোল পাম্পে পেট্রোল নিতে আসা এক গ্রাহককে জিজ্ঞাসা করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান বর্তমান রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক নিয়ে মেরামত নিয়ে কোন প্রকার উদ্যোগ নেইনি। যার ফলে এই সংকটের সম্মুখীন সাধারণ নাগরিকসহ ছোট বড় যানচালকরা। তাছাড়া এদিন তিনি আরো বলেন বিগত সরকারের আমলে ৮-১০ দিন টানা বৃষ্টি থাকার ফলেও এরকমভাবে সংকট দেখা দেয়নি, কিন্তু বর্তমান সরকারের আমলে সামান্য বৃষ্টিপাতের ফলেই দেখা মিলেছে পেট্রোল সংকট সুতরাং পেট্রোল সংকটের মূল কান্ডারী যে রাজ্য সরকারই সেটা তিনি নিজের বক্তব্যে প্রকাশ করেছেন।



