Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদহেলমেট বাহিনীর হুমকি ধমকিকে উপেক্ষা করে ১০৯ পরিবারের ৪৬৩ জন কর্মী শাসক...

হেলমেট বাহিনীর হুমকি ধমকিকে উপেক্ষা করে ১০৯ পরিবারের ৪৬৩ জন কর্মী শাসক দল ছেড়ে যোগ দিল কংগ্রেসে

বুধবার বিকালে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের মাতাবাড়ি বাজারে এিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।
এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের জনপ্রিয় বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, গোপাল রায়, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রশান্ত ভট্টাচার্য, টিটন পাল, মিলন কর সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। বলা চলে এ যোগদান সভাকে বানচাল করতে বাইক বাহিনী এবং হ্যামলেট বাহিনী বহু চেষ্টা করলে ও যোগদান সভা আটকাতে পারেনি। এদিনের যোগদান সভায় একপ্রকার বাইক এবং হ্যামেলেট বাহিনীর হুমকি-ধমকিকে পরোয়া না করে ১০৯ পরিবারের ৪৬৩ জন কর্মী শাসক দল ছেড়ে বিধায়ক সুদীপ রায় বর্মন হাত ধরে জাতীয় কংগ্রেসের শামিল হয়েছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন শুধু মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকেই কর্মীসমর্থকরা কংগ্রেস দলে যোগ দিচ্ছেন না, ৬০ টি বিধানসভা থেকে শাসক দলের বহু হেভুয়েট নেতা কর্মীরা জাতীয় কংগ্রেস দলে সামিল হচ্ছেন। এদিকে শাসক দলের বাইক বাহিনী এবং হ্যামলেট বাহিনীদের এক হাত নিলে বিধায়ক সুদীপ রায় বর্মণ। এই যোগদান সভাকে বানচাল করতে না পারে সে জন্য জেলা পুলিশ প্রশাসন থেকে প্রচুর সংখ্যক পুলিশ টিএসআর CRRF বাহিনী মোতায়েন করা হয় মাতারবাড়ি এলাকায়। এদিন কংগ্রেসের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য