দীর্ঘদিনের তেলিয়ামুড়া বাসীর দাবিকে মান্যতা দিয়ে অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার হাত ধরে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে বুধবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ব্লাড সেন্টারের উদ্বোধন হল। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল চত্বরে সাজু সাজু ভাব ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। এদিন দুপুর নাগাদ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর অতুল দেববর্মা, রাজ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ বসু, খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক নির্মল বিশ্বাস, খোয়াই জেলা পুলিশ আধিকারিক ভানু পদ চক্রবর্তী, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ড. চন্দন দেববর্মা, সহ অন্যান্য আধিকারিকরা। পরবর্তীতে মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের ফলক উন্মোচন ও ফিতা কেটে তেলিয়ামুড়া টাউন হলে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার উপস্থিতিতে।।



