বুধবার শতদল সংঘ ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধক্ষ্য সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাবের কর্মকর্তারা আগামী ১৫ই আগস্ট অনুষ্ঠিত হতে চলা দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের কেন্দ্র করে কি কি কর্মসূচি হাতে নেওয়া যায় সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। তাছাড়া এদিন ক্লাবের কোষাধক্ষ্য রাজ্যের ক্রিকেটার সম্রাট সিনহা শতদল ক্লাবের হয়ে খেলার কথা থাকলেও অন্য ক্লাবের হয়ে নাম লেখানো নিয়ে বলতে গিয়ে তিনি জানান সম্রাট সিনহা গত ৩-৪-২০২১ সালে শতদল ক্লাবের হয়ে ২০২১-২২ মরসুমে খেলার কথা বলে ৭০ হাজার টাকা চুক্তিপত্রে সই করে এবং ৪০ হাজার টাকা অগ্রিম নেয় বলে জানান। তারপর ক্লাব কর্তৃপক্ষ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে দারস্থ হয়ে এসোসিয়েশনের সচিবকে এ বিষয়ে অবগত করার পর সচিব সম্রাট সিনহাকে ডেকে জিজ্ঞাসা করলে সম্রাট সিনহা শতদল ক্লাব থেকে চল্লিশ হাজার টাকা নিয়েছে বলে শিকার যায় বলে জানিয়েছেন।



