বুধবার রাজধানীর ভগত সিং যুব আবাসে সদর জেলা আরবান ওবিসি মোর্চার কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সদর আরবান জেলার ওবিসি মোর্চার সভাপতি সহ সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা এদিন বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃত্ব জানান বিগত দিনে ওবিসি মোর্চা মানুষের স্বার্থে মানুষের কাছে কতটুকু যেতে পেরেছে তা নিয়ে মূল্যায়ন করা হবে এবং আগামী দিনে ২০২০ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কি কি হাতে নেওয়া হবে তা এই বৈঠকে সকলের সম্মতি ক্রমে কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানান।



