Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদরেল স্টেশনের টিকিট কাউন্টার আট দশ দিন যাবত বন্ধ। ফলে যাত্রী দুর্ভোগ...

রেল স্টেশনের টিকিট কাউন্টার আট দশ দিন যাবত বন্ধ। ফলে যাত্রী দুর্ভোগ চরমে। ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশনে।

তেলিয়ামুড়া মহকুমার ত্রিশাবাড়ী স্থিত তেলিয়ামুড়া রেলস্টেশন । এই রেল স্টেশনের উপর নির্ভর করে তেলিয়ামুড়া,কল্যাণপুর খোয়াই,তৈদু, অম্পি,বড়মুড়া এলাকার মানুষেরা রেল যুগে বিভিন্ন স্থানে পাড়ি দেন। আজ থেকে ৮-১০ দিন পূর্বে তেলিয়ামুড়া রেল স্টেশনের ইউ.টি.এস তথা টিকেট কাউন্টারের মেশিন’টি বিকল হয়ে পরে রয়েছে। ফলে যাত্রীরা দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
জানা গেছে, ৮-১০ দিন পূর্বে আচমকাই যাত্রীদের মধ্যে টিকেট প্রদান করতে গিয়ে মেশিনটি বিকল হয়ে পরেছিল, এরপর ভারতীয় রেল দপ্তর থেকে এই বিকল মেশিনটি ছাড়া এর কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি এখন পর্যন্ত। আর তার ফলেই দেখাতে যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ।
জানা গেছে,,,তেলিয়ামুড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার যাত্রীদের জানিয়ে দেয়, টিকেট ছাড়াই রেলে যাত্রা করা যাবে। টি.টি কে আগরতলা বাবদ ১০ টাকা দিলেই চলবে। তবে তেলিয়ামুড়া রেলস্টেশনের টিকিট মেশিনটি কবে নাগাদ স্বাভাবিক হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন।
তবে রেল দপ্তরের খামখেয়ালীপনার কারণে দপ্তর নিজেই লসে্র সম্মুখীন হচ্ছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য