এবছর জাঁকজমক ভাবে পালিত হতে চলেছে ৭৫ তম স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবস অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে উঠে পড়ে লেগেছে সারা দেশ। আর সেই ৭৫ তম স্বাধীনতা দিবস কে লক্ষ্য রেখে রাজধানীর আসাম রাইফেল ময়দানে মঙ্গলবার থেকে শুরু হল মহড়া।বিগত ২ বছর করোনা অতিমারির জন্য আসাম রাইফেলস ময়দানে পেরেড করা হলে ও কিন্তু জনগন মোহড়া দেখতে পারেন নি। এই বছর করোনা কিছুটা কম হওয়ার কারনে প্যারেড ময়দানে জনগণ প্যারেড দেখতে পারবেন। এদিন মহড়া প্রদর্শন করেন বিএসএফ, টিএসআর, ত্রিপুরা পুলিশসহ অন্যান্য প্রশাসনিক বাহিনীরা।



