আগরতলা শহরে ফের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ।ঘটনাকে ঘিরে বটতলা এলাকায় চাঞ্চল্য । রাজধানীতে মৃতদেহ উদ্ধারের ঘটনা নতুন নয়। মাঝেমধ্যে বিভিন্ন জায়গায় মেলে মৃতদেহ। এবার হাওড়া নদীর জলে মিলল আরেকটি মৃতদেহ ।মঙ্গলবার স্থানীয় লোকজন বটতলা ব্রিজের নিচে হাওড়া নদীর জলে একটি মৃতদেহ দেখতে পান ।খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় লোকজন ভিড় জমান। ঘটনাস্থলে ছুটে আসেন বটতলা বাড়ির পুলিশ। মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মৃতদেহ নদী থেকে উদ্ধার করে জিবি হাসপাতালে মর্গে পাঠায ।বটতলা ফাঁড়ির পুলিশ জানায় কিভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পরেই বোঝা যাবে। তবে প্রাথমিক ধারণা জলে পড়ে মৃত্যু হয়েছে এই ব্যক্তির ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল চড়িয়েছে।



