মঙ্গলবার রাজধানীর আচার্য প্রফুল্ল চন্দ্র স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ এবং শিবব্রত ভট্টাচার্য স্মৃতি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ও বিদ্যালয়ে প্রি প্রাইমারি শাখার উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন সদর মহকুমা শাসক অসীম সাহা সংবাদ মাধ্যমকে জানান রাজ্য সরকার বিদ্যাজ্যোতি নামক যে প্রকল্প চালু করেছেন যার আওতায় একশটি বিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে অন্যতম হলো আচার্য প্রফুল্ল চন্দ্র স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। রাজ্য সরকারের এই প্রকল্পে যেমন রাজধানীর বিভিন্ন স্কুল ইংলিশ মিডিয়ামে রূপান্তরিত হয়েছে তেমনি সাধারণ অংশের মানুষরা যারা নিজের ছেলেমেয়েদের ইংলিশ মিডিয়াম বিদ্যালয় লেখাপড়া করানোর ইচ্ছা থাকা সত্ত্বেও অর্থের অভাবে নিজের সুপ্ত ইচ্ছাকে দমিয়ে রাখে তাদের সেই ইচ্ছা পূরণ। তাছাড়া এই দিন তিনি আরো বলেন এই বিদ্যাজ্যোতি প্রকল্পের ফলে শুধু রাজধানীতে নয় রাজ্যের গ্রামেগঞ্জেও একইভাবে ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে ছাত্র-ছাত্রীরা বলে। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।



