আজাদি কা অমৃত মহোৎসবের প্রথম বর্ষের সাফল্য এবং দ্বিতীয় বর্ষের কর্ম পরিকল্পনার রূপরেখা চূড়ান্ত করার জন্য আজ সচিবালয়ে রাজ্যস্তরীয় এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা . ) মানিক সাহা । পর্যালোচনা সভায় ‘ হর ঘর তিরঙ্গা ’ কর্মসূচির প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয় । ‘ হর ঘর তিরঙ্গা ’ কর্মসূচিকে সফল রূপ দেওয়ার জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে তা রূপায়ণে প্রতিটি দপ্তরকে আরও আন্তরিকভাবে কাজ করার উপর মুখ্যমন্ত্রী ডা . সাহা গুরুত্বারোপ করেন । সভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস আজাদি কা অমৃত মহোৎসবের প্রথম বর্ষের সাফল্য বিস্তারিতভাবে তুলে ধরেন । তিনি জানান , আজাদি কা অমৃত মহোৎসবকে সার্বিকভাবে সফল করার লক্ষ্যে ২৯ সদস্য বিশিষ্ট একটি রাজ্যস্তরীয় অ্যাপেক্স কমিটি গঠন করা হয়েছে । মুখ্যমন্ত্রী হলেন এই কমিটির চেয়ারম্যান । তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা জানান , আজাদি কা অমৃত মহোৎসব ৫ টি থিমের উপর ভিত্তি করে পালন করা হচ্ছে । সেগুলি হল স্বাধীনতা সংগ্রাম , ধারণা , সাফল্য , কার্যক্রম এবং সংকল্প । এই থিমগুলিকে নিয়েই ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২২ সালের আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন দপ্তরের ৪১২ টি ইভেন্টে অনুষ্ঠান করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল । এখন পর্যন্ত ৩৭২ টি ইভেন্টে মোট ৩৫ হাজার ১৩ টি অনুষ্ঠানের আয়োজন ইতিমধ্যেই করা হয়েছে । এই সমস্ত অনুষ্ঠানের ফটোগ্রাফও amrit mahotsav.nic.in ওয়েবসাইটে আপলোড করা হয়েছে । আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্ট এবং ফটোগ্রাফ amrit mahotsav.nic.in পোর্টালে আপলোড করার ক্ষেত্রে ত্রিপুরা দেশের মধ্যে সপ্তম স্থানে রয়েছে । যে সমস্ত দপ্তর তাদের অনুষ্ঠান ইতিমধ্যে সম্পন্ন করেছে সেগুলিও পোর্টালে আপলোড করার জন্য মুখ্যসচিব জে কে সিনহা দপ্তরগুলির প্রতি আহ্বান জানান । সভায় আজাদি কা অমৃত মহোৎসবের দ্বিতীয় বর্ষের কর্ম পরিকল্পনা বিষয়ে আলোচনা করতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানান , আগামী সেপ্টেম্বর , ২০২২ থেকে আগস্ট , ২০২৩ পর্যন্ত বিভিন্ন দপ্তরের মাধ্যমে ৩৬৮ টি ইভেন্টের আয়োজন করা হবে । উল্লেখযোগ্য ইভেন্টগুলির মধ্যে রয়েছে ৭৫ টি সীমান্ত গ্রামকে ক্রান্তীবীরদের নামে নামাকরণ , ব্রক্ষ্মকুন্ডতে সিধু ও কানহু মুর্মুর মূর্তি স্থাপন , বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সেতুকে স্বাধীনতা সংগ্রামীদের নামে নামাঙ্কিতকরণ , মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান , শান্তিরবাজারে ১০০০ মেট্রিকটন এবং গঙ্গানগরে ৫০০ মেট্রিকটন ক্ষমতাসম্পন্ন নতুন খাদ্য গুদাম নির্মাণ , ‘ ইনভেষ্ট ত্রিপুরা ’ সম্মেলনের আয়োজন ইত্যদি ।



