Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যআজাদি কা অমৃত মহোৎসব ও হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে সচিবালয়ে বৈঠক...

আজাদি কা অমৃত মহোৎসব ও হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে সচিবালয়ে বৈঠক রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল রূপ দিতে মুখ্যমন্ত্রীর গুরুত্ব আরোপ

আজাদি কা অমৃত মহোৎসবের প্রথম বর্ষের সাফল্য এবং দ্বিতীয় বর্ষের কর্ম পরিকল্পনার রূপরেখা চূড়ান্ত করার জন্য আজ সচিবালয়ে রাজ্যস্তরীয় এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা . ) মানিক সাহা । পর্যালোচনা সভায় ‘ হর ঘর তিরঙ্গা ’ কর্মসূচির প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয় । ‘ হর ঘর তিরঙ্গা ’ কর্মসূচিকে সফল রূপ দেওয়ার জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে তা রূপায়ণে প্রতিটি দপ্তরকে আরও আন্তরিকভাবে কাজ করার উপর মুখ্যমন্ত্রী ডা . সাহা গুরুত্বারোপ করেন । সভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস আজাদি কা অমৃত মহোৎসবের প্রথম বর্ষের সাফল্য বিস্তারিতভাবে তুলে ধরেন । তিনি জানান , আজাদি কা অমৃত মহোৎসবকে সার্বিকভাবে সফল করার লক্ষ্যে ২৯ সদস্য বিশিষ্ট একটি রাজ্যস্তরীয় অ্যাপেক্স কমিটি গঠন করা হয়েছে । মুখ্যমন্ত্রী হলেন এই কমিটির চেয়ারম্যান । তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা জানান , আজাদি কা অমৃত মহোৎসব ৫ টি থিমের উপর ভিত্তি করে পালন করা হচ্ছে । সেগুলি হল স্বাধীনতা সংগ্রাম , ধারণা , সাফল্য , কার্যক্রম এবং সংকল্প । এই থিমগুলিকে নিয়েই ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২২ সালের আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন দপ্তরের ৪১২ টি ইভেন্টে অনুষ্ঠান করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল । এখন পর্যন্ত ৩৭২ টি ইভেন্টে মোট ৩৫ হাজার ১৩ টি অনুষ্ঠানের আয়োজন ইতিমধ্যেই করা হয়েছে । এই সমস্ত অনুষ্ঠানের ফটোগ্রাফও amrit mahotsav.nic.in ওয়েবসাইটে আপলোড করা হয়েছে । আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্ট এবং ফটোগ্রাফ amrit mahotsav.nic.in পোর্টালে আপলোড করার ক্ষেত্রে ত্রিপুরা দেশের মধ্যে সপ্তম স্থানে রয়েছে । যে সমস্ত দপ্তর তাদের অনুষ্ঠান ইতিমধ্যে সম্পন্ন করেছে সেগুলিও পোর্টালে আপলোড করার জন্য মুখ্যসচিব জে কে সিনহা দপ্তরগুলির প্রতি আহ্বান জানান । সভায় আজাদি কা অমৃত মহোৎসবের দ্বিতীয় বর্ষের কর্ম পরিকল্পনা বিষয়ে আলোচনা করতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানান , আগামী সেপ্টেম্বর , ২০২২ থেকে আগস্ট , ২০২৩ পর্যন্ত বিভিন্ন দপ্তরের মাধ্যমে ৩৬৮ টি ইভেন্টের আয়োজন করা হবে । উল্লেখযোগ্য ইভেন্টগুলির মধ্যে রয়েছে ৭৫ টি সীমান্ত গ্রামকে ক্রান্তীবীরদের নামে নামাকরণ , ব্রক্ষ্মকুন্ডতে সিধু ও কানহু মুর্মুর মূর্তি স্থাপন , বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সেতুকে স্বাধীনতা সংগ্রামীদের নামে নামাঙ্কিতকরণ , মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান , শান্তিরবাজারে ১০০০ মেট্রিকটন এবং গঙ্গানগরে ৫০০ মেট্রিকটন ক্ষমতাসম্পন্ন নতুন খাদ্য গুদাম নির্মাণ , ‘ ইনভেষ্ট ত্রিপুরা ’ সম্মেলনের আয়োজন ইত্যদি ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য