ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত সিনিয়র টি-টোয়েন্টি ক্লাব ভিত্তিক প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যেই মাঠে নেমে ঘাম ঝরাচ্ছে সবগুলি ক্লাবের খেলোয়াররা। সোমবার অন্যান্য দলগুলির পাশাপাশি U.B.S.T দলকেও দেখা গেলো নেটে ঘাম ঝড়াতে। এদিন সংবাদ মাধ্যমকে দলের কোচ বলেন প্রতিদিন নিয়ম করে অনুশীলন চালিয়ে যাচ্ছে U.B.S.T’র ক্রিকেটাররা। দলের ভালো ফলাফল নিয়ে আশাবাদী কোচ।



