আজ ১০-মজলিশপুর নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৩৮নং বুথে এলাকার গুরুজন এবং মা-বোন ও যুবা ভাইদের সাথে বসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি’র মনকী বাত অনুষ্ঠানট শুনলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন আজ মন কী বাত এর মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে আদরণীয় প্রধানমন্ত্রীর আজকের দেওয়া বক্তব্য আমাদের মতো জনপ্রতিনিধিদের চলার পথে জনকল্যাণমূলক কাজ করতে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি যে প্রেরণাদায়ক ও ইতিবাচক কিছু বার্তা দিয়েছেন তা জনপ্রতিনিধিদের কর্মক্ষেত্রে কাজ করার জন্য মার্গ দর্শনের কাজ করবে। পাশাপাশি এদিন “মন কী বাত” শুনার অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণের সাথে কথা বলে তাঁদের নানা সমস্যা সম্পর্কে অবগত হন এবং এলাকার জনপ্রতিনিধি হিসেবে সেগুলোর অতিদ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন॥



