সারা ভারত আইনজীবী ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে মানবাধিকার ও সংবিধান শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় আগরতলা টাউন হলে। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলী, বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আরো অন্যান্যরা।এই দিন আলোচনা করতে গিয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি বলেন মানবাধিকার ছাড়া সংবিধানের কোনো অস্তিত্ব নেই সংবিধান কোন আইনের দলিল নয় একজন বিশ্ব বিখ্যাত সংবিধান লেখক এল বি সেস্ক, তিনি দক্ষিণ আফ্রিকার সংবিধান পিঠের বিচারপতি উনার আত্মকাহিনী তুলে ধরেন আলোচনার মধ্যে



