আগামী ২৩ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দলকে মজবুত করার জন্য এখন থেকে মাঠে নেমে পড়েছেন। বিধানসভা নির্বাচনের আগে দলীয় কোনরকম ফাঁক ফোরাক জাতে না থাকে তার জন্য দলীয় কর্মী সমর্থকরা বৈঠক করে চলছেন। রবিবার ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের মহিলা মোর্চার পক্ষ থেকে আগরতলার বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণীর বালিকা বিদ্যালয় কার্যকরণী বৈঠকের আয়োজন করা হয়।এই দিনের কার্যকরণী বৈঠকে উপস্তিত ছিলেন সদর জেলার মহিলা মোর্চার সভানেত্রী ঝুমা বিশ্বাস সহ মহিলা মোর্চার অন্যান্য নেতৃত্বরা।এইদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সদর জেলা মহিলা মোর্চার সভানেত্রী সোমা বিশ্বাস বলেন রাজ্য স্তর জেলা স্তর ও মন্ডল স্তরে কার্যকরণী বৈঠক হয়ে থাকে এবং আগামী দিনের সাংগঠনিক যেসব কাজ হয়েছে এবং আগামী দিনে যে সব কাজ করা হবে সে গুলোর রিপোর্ট পেশ করা হবে বলে জানান তিনি।



