যুবরাজনগরে নাবালিকা ধর্ষনের ৭২ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও অভিযুক্ত রোষন উদ্দিনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, প্রতিবাদে সড়ক অবরোধ গ্রামবাসীদের । অবরোধ কারীদের বক্তব্য ৮ বছরের নাবালিকাকে ধর্ষনের ৭২ ঘন্টা কেটে গেলেও ধর্মনগর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে ব্যর্থ,এমনকি পুলিশ প্রশাসনের তরফে ধর্ষিতার পরিবারকে কোন সহযোগিতা পর্যন্ত করা হচ্ছে না । অভিযুক্তকে অতিসত্বর গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে শনিবার গ্রামবাসীরা টায়ার পুড়িয়ে যুবরাজনগর মঙ্গলখালির মুল সড়কটি দীর্ঘ সময় ধরে অবরোধ করে রাখেন । পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে প্রায় ২ ঘন্টা পর অবরোধ মুক্ত হয় সড়কটি । উল্লেখ্য গত ২৮ জুলাই উত্তরের যুবরাজনগর এলাকায় এক ৮ বছরের নাবালিকাকে রোষন উদ্দিন নামের বয়স ২২ শের এক যুবক তার নিজ পিসতুতো নাবালিকা বোনকে জঙ্গলে নিয়ে ধর্ষন করে,পরবর্তীতে ধর্ষিতা নাবালিকা বাড়িতে এসে ঘটনা সম্পর্কে জানায়,নাবালিকা কন্যাটি বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন,এদিকে ধর্মনগর মহিলা থানায় লিখিত অভিযোগ জানানোর ৭২ ঘন্টা ইতিমধ্যেই অতিক্রম হয়ে গেলেও অভিযুক্ত রোষন উদ্দিনকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারে নি । তাই পুলিশের ভুমিকা নিয়ে ক্ষোভ উগ্রে দিয়ে প্রতিবাদে সামিল হন গ্রামবাসীরা ।



