তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরী বিভাগে শুক্রবার রাতে কর্তব্যরত এক মহিলা চিকিৎসকে এক বখাটে যুবক মদমত্ত অবস্থায় চিকিৎসকের কক্ষে প্রবেশ করে বিভিন্ন অভব্য মন্তব্য করছিল এবং হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের চিকিৎসা পরিষেবা নিতে ব্যাঘাত সৃষ্টি করছিল ওই যুবক। পরবর্তীতে হাসপাতালে কর্তব্যরত সিকিউরিটি গার্ডরা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে মদমত্ত অবস্থায় থাকা ওই বখাটে যুবককে আটক করে রাখে এবং তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ছুটে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং কর্তব্যরত মহিলা চিকিৎসকের সঙ্গে মদমত্ত অবস্থায় অভব্য মন্তব্য করার অভিযোগে পুলিশ আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায় ওই যুবককে। জানা যায়, বখাটে ওই যুবকের নাম বিপ্লব দাস। বাড়ি তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া এলাকায়। উল্লেখ্য, অতীতেও বিপ্লব দাস নামের এই বখাটে যুবককে মহিলা চিকিৎসককে কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ আটক করে থানায় নিয়ে গিয়েছিল। গোটা ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে খানিকের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে মহকুমা হাসপাতাল চত্বরে। শুক্রবার রাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের রাত্রি কালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।।



