Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়ার শিববাড়ি এলাকার মৃৎশিল্পীরা ব্যাস্ত প্রতিমা তৈরিতে

তেলিয়ামুড়ার শিববাড়ি এলাকার মৃৎশিল্পীরা ব্যাস্ত প্রতিমা তৈরিতে


করোনা কাল কিছুটা প্রশমিত হওয়ার কারণে স্থানীয় মৃৎশিল্পীরা ফের স্ব-মহিমায়। আর কয়েকটা দিন পরেই গোটা রাজ্যবাসী মনসা দেবীর পূজায় মত্ত হয়ে উঠবে। এজন্য তেলিয়ামুড়ার মূর্তিপাড়ার অলি গলিতে স্থানীয় মৃৎশিল্পীরা চরম ব্যাস্ততার সহিত প্রতিমা তৈরিতে তৎপর। যদিও বিগত দুই এক বছরের তুলনায় এ বছর প্রতিমার দাম তুলনামূলকভাবে হ্রাস পাবে বলে মনে করছেন মৃৎশিল্পী।
মূলত পঞ্চমী তিথিতে এবং শ্রাবণ মাসের সংক্রান্তির দিনে বিষহরী দেবতা মনসা দেবীর পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। আর হিন্দু ধর্মাবলম্বী লোকেরা ভক্তি শ্রদ্ধা সহকারে এই পুজোতে মাতোয়ারা হয়।
তাই অন্যান্য বছরের ন্যায় এই পুজো করবে বাড়ি ঘরের গৃহিনীরা। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে প্রতিমা তৈরীর অঙ্গাভূষন গুলো মূল্য বৃদ্ধির ঘটলেও সেই দিক দিয়ে প্রতিমার মূল্য বৃদ্ধি পায়নি। অন্যান্য বছরে থেকে এ বছর প্রতিমার দাম সাধারণ ক্রেতাদের নাগালের ভেতর থাকবেই বলে মনে করছেন মৃৎ শিল্পীরা। শনিবার সকালে তেলিয়ামুড়ার মূর্তি পাড়া বলে পরিচিত শিববাড়ি এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যাস্ত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য