শনিবার রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রামকথা অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহান রামকথা বাচক শ্রী মুরারি বাপুজি, তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, এবং দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন স্বামী বিবেকানন্দের পর আধ্যাত্মিক দিক দিয়ে যিনি সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষকে স্থান করে দিয়েছেন তিনি হলেন মুরারি বাপু। রামকথার মধ্য দিয়ে তিনি ভারতবর্ষকে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন এবং এদিন তিনি শ্রী মুরারি বাপুর কাছে আশীর্বাদ কামনা করেন ও ত্রিপুরা রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন এবং শ্রী মুরারি বাপুর চরণ সতীর ভূমি ত্রিপুরাতে পড়ায় ত্রিপুরা রাজ্য ধন্য হয়েছে বলেও অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে রাম ভক্ত জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়।



