বাগনান জনকল্যাণ সমিতির উদ্যোগে প্রস্তাবিত জুট প্রোডাক্টের উপর ১৩ দিনের যে ট্রেনিং শুরু হওয়ার কথা ছিল সেই ট্রেনিং আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৮ শে জুলাই ২০২২ সকাল সাড়ে দশটায় বাগনান জনকল্যাণ সমিতির হাটুড়িয়া রায়পাড়া অফিসে শুরু হবে। এছাড়াও সফট্য়জ তৈরির উপর আরেকটি ট্রেনিং আগামী ২৯ শে জুলাই ২০২২ শুক্রবার সকাল সাড়ে দশটায় বাগনান জন কল্যাণ সমিতির হাটুড়িয়া অফিসে শুরু হবে। ট্রেনিং দুটি শুধুমাত্র মহিলাদের জন্য । যাদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে তারা এই ট্রেনিং নিতে পারবে । ট্রেনিং দুটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। দুপুরে খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকবে । ট্রেনিং শেষে সার্টিফিকেট দেওয়া হবে । এছাড়া বিষয়ভিত্তিক ক্লাসের সাথে সাথে সফল ব্যবসায়ী হওয়ার জন্য প্রয়োজনীয় কৌশলগুলি রপ্ত করার জন্য বিশেষ ক্লাস দেওয়া হবে। যারা এখনো নাম লেখাননি অথচ ট্রেনিং নিতে চান তারা শীঘ্রই এই হোয়াটসঅ্যাপ নম্বরে ৯৮৩০৫৬১৭৫২ যোগাযোগ করুন।



