তিন দফা দাবি সনদ নিয়ে শুক্রবার উদ্বাস্তু উন্নয়ন কমিটি পশ্চিম জেলা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন। জানা যায় বিগত অনেক বছর আগে উগ্রপন্থীর কারণে বহু লোক বাড়ি ঘর ছাড়া হয়েছে, সরকার এখনো তাদের সমস্যার সুরহা করেন নি। কিন্তু যাদের কারনে বাড়ি ঘড় ছাড়া হয়েছেন তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে সংসার প্রতিপালন করছেন। উদ্বাস্তুরা, ভিটে মাটি হারিয়ে এখন তারা অসহায়,তারা সরকারের নিকট দাবি সনদ নিয়ে বার বার ডেপুটেশন প্রদান করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। শুক্রবার পশ্চিম এিপুরা জেলা শাসক এর নিকট তাদের তিন দফা দাবি সনদ এর স্মারক লিপি তোলে দেন। এদিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে উদ্বাস্তু কমিটির সদস্য বলেন যতক্ষন পযন্ত তিন দফা দাবি সনদ মানা না হবে ততদিন তারা অন্দোলন চালিয়ে যাবেন বলে।



