Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যজল জীবন মিশন প্রকল্পে ৩,৬৬,২৩৩ টি পরিবারে নলের মাধ্যমে পানীয়জল পৌঁছে দেওয়া...

জল জীবন মিশন প্রকল্পে ৩,৬৬,২৩৩ টি পরিবারে নলের মাধ্যমে পানীয়জল পৌঁছে দেওয়া হয়েছে : পানীয়জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী

জল জীবন মিশনের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে রাজ্যের প্রত্যেকটি গ্রামীণ এলাকায় বসবাসকারী পরিবারে নলের মাধ্যমে পরিশ্রুত পানীয়জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তর যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে । আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যে জল জীবন মিশন রূপায়ণের ক্ষেত্রে এখন পর্যন্ত সাফল্য ও কাজের অগ্রগতি সম্পর্কে পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বিস্তারিত তথ্য তুলে ধরে একথা বলেন । তিনি বলেন , ২০১৯ সালে জল জীবন মিশন প্রকল্প চালু হয় । রাজ্যের গ্রামীণ এলাকার মোট ৭,৪১,৯৪৫ টি পরিবারের মধ্যে এখন পর্যন্ত জল জীবন মিশন প্রকল্পে ৩,৬৬,২৩৩ টি পরিবারে নলের মাধ্যমে পানীয়জল পৌঁছে দেওয়া হয়েছে । তিনি জানান , রাজ্যে জল জীবন মিশন প্রকল্প চালু হওয়ার আগে রাজ্যের গ্রামীণ এলাকায় ২৪,৫০২ টি পরিবারে নলবাহিত পানীয়জলের সংযোগ পৌঁছানো হয়েছিল । শতাংশের নিরিখে এই হার ছিল ৩.৩০ শতাংশ । রাজ্যে জল জীবন মিশন প্রকল্প চালু হওয়ার আগে এবং পরে সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৩,৯০,৭৩৫ টি পরিবারে নলের মাধ্যমে পরিশ্রুত পানীয়জল পৌঁছে দেওয়া হয়েছে । শতাংশের নিরিখে ৫২.৬৬ শতাংশ । সাংবাদিক সম্মেলনে পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন , সারা রাজ্যে গ্রামীণ এলাকায় মোট ৮,৭১০ টি পাড়া রয়েছে । এরমধ্যে এখন পর্যন্ত ১,২৩৮ টি পাড়ায় নলের মাধ্যমে ১০০ শতাংশ বাড়িতে পানীয়জল পৌঁছানো হয়েছে । ৬১০ টি পাড়ায় নলের মাধ্যমে পানীয়জল পৌঁছানো হয়েছে ৯০ থেকে ১০০ শতাংশ । ১,০০১ টি পাড়ায় ৭৫ থেকে ৯০ শতাংশ , ১,৫৯৫ টি পাড়ায় ৫০ থেকে ৭৫ শতাংশ , ১৫১০ টি পাড়ায় ২৫ থেকে ৫০ শতাংশ এবং ১,৩৮০ টি পাড়ায় নলের মাধ্যমে পানীয়জল পৌঁছানো হয়েছে ২৫ শতাংশ পর্যন্ত । তিনি বলেন , সারা রাজ্যের মোট ১ , ১৭৬ টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির মধ্যে ২৯ টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে নলের মাধ্যমে ১০০ শতাংশ পানীয়জল পৌঁছানো হয়েছে । ৬২ টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে নলের মাধ্যমে পানীয়জল পৌঁছানো হয়েছে ৯০ থেকে ১০০ শতাংশ , ৮৭ টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে পানীয়জল পৌঁছানো হয়েছে ৮০ থেকে ৯০ শতাংশ , ১১০ টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে পানীয়জল পৌঁছানো হয়েছে ৭০ থেকে ৮০ শতাংশ । এছাড়াও বাকি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিগুলিতে নলের মাধ্যমে পানীয়জলের সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ দ্রুতগতিতে চলছে বলে জানান পানীয়জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী । ২ – এর পাতায়

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য