Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যপশ্চিম জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া...

পশ্চিম জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে : জেলাশাসক

সমগ্র দেশের সাথে এ রাজ্যেও ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে । ‘ হর ঘর তিরঙ্গা ’ আজাদি কা অমৃত মহোৎসবের একটি অঙ্গ । আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এই তথ্য জানান । তিনি জানান , পশ্চিম জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে । বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে ইতিমধ্যেই এই বিষয়ে বৈঠক করা হয়েছে । জেলায় এই কর্মসূচির সফল রূপদানের জন্য ব্যাপক প্রচারাভিযানের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে । এই কর্মসূচিতে আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট প্রতিটি বাড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে । এজন্য বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে । প্রয়োজনীয় পতাকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে । আগামী ৩০ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে এই পতাকাগুলি তৈরি করা হবে । পশ্চিম জেলায় ৮৫ হাজার পতাকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে । তিনি জানান , জেলার অন্তর্গত বিভিন্ন ন্যায্যমূল্যের দোকান ও ওয়ার্ড অফিস থেকে জনগণ এই জাতীয় পতাকা সংগ্রহ করতে পারবেন । সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অসীম সাহা , সিনিয়র ডেপুটি কালেক্টর রাকেশ চক্রবর্তী ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য