বৃহস্পতিবার আগরতলার ক্লাব ফোরামের সহায়তায় উজান অভয়নগর নেতাজী ক্লাবে এলাকার জনসাধারণের মধ্যে কোভিড বুস্টার ডোজ দেওয়া হয়। এই দিন নেতাজী ক্লাবে মোট ২১২ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নেতাজি ক্লাবের সাধারন সম্পাদক খোকন দেববমা বলেন করোনার চতুর্থ ঢেউ আছরে পরেছে তাতে করে আরো নতুন করোনা ভাইরাস সংক্রমণের শিকার হচ্ছেন অনেকে, তাই এই ভাইরাস থেকে জনগন যাতে নিস্তার পেতে পারেন তার জন্য এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, পাশপাশি যারা এখনো কোভিড টিকাকরন করেননি তাদেরকেকেও টিকা নিবার জন্য আবেদন রাখেন। তাছাড়া এই ধধরনের সামাজিক কাজ আগামী দিনেও জারী রাখবেন বলে জানান তিনি।



