Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদউজান অভয়নগর নেতাজী ক্লাবের উদ্যোগে এলাকায় কোভিড বুস্টার ডোজ প্রদান

উজান অভয়নগর নেতাজী ক্লাবের উদ্যোগে এলাকায় কোভিড বুস্টার ডোজ প্রদান

বৃহস্পতিবার আগরতলার ক্লাব ফোরামের সহায়তায় উজান অভয়নগর নেতাজী ক্লাবে এলাকার জনসাধারণের মধ্যে কোভিড বুস্টার ডোজ দেওয়া হয়। এই দিন নেতাজী ক্লাবে মোট ২১২ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নেতাজি ক্লাবের সাধারন সম্পাদক খোকন দেববমা বলেন করোনার চতুর্থ ঢেউ আছরে পরেছে তাতে করে আরো নতুন করোনা ভাইরাস সংক্রমণের শিকার হচ্ছেন অনেকে, তাই এই ভাইরাস থেকে জনগন যাতে নিস্তার পেতে পারেন তার জন্য এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, পাশপাশি যারা এখনো কোভিড টিকাকরন করেননি তাদেরকেকেও টিকা নিবার জন্য আবেদন রাখেন। তাছাড়া এই ধধরনের সামাজিক কাজ আগামী দিনেও জারী রাখবেন বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য