গত ২৪ শে জুলাই তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচনে “ক” প্যানেল অর্থাৎ নিরপেক্ষ ব্যাবসায়ী ঐক্যের ১১ জন মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয়ী হওয়ার আনন্দে বুধবার তেলিয়ামুড়ার রাজপথে গেরুয়া আবির এবং বাজি পুড়িয়ে এক বিজয় মিছিল অনুষ্ঠিত করে। এদিনের এই বিজয় মিছিলে ১১ জন বিজয়ী প্রার্থীদের গলায় ফুলের মালা দিয়ে তাদের সঙ্গে মিছিলে অংশগ্রহণ করেন ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়।
প্রসঙ্গে বিধায়িকা কল্যাণী রায় নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন,,, নিরপেক্ষ ব্যাবসায়ী ঐক্য তেলিয়ামুড়া বাজারের সমস্ত ব্যবসায়ীদের জন্য পূর্বেও কাজ করে গেছেন তাই আমরা তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচনে নিরপেক্ষ ব্যাবসায়ী ঐক্য তথা ক প্যানেলের সমস্ত প্রার্থীদের বাইরে থেকে সমর্থন করেছিলাম। ব্যাবসায়ীদের আশীর্বাদে তারা বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি এও জানান,, আশা করা যায় নিরপেক্ষ ব্যাবসায়ী ঐক্য তেলিয়ামুড়া বাজারের সমস্ত ব্যাবসায়ীদের কল্যাণার্থে সর্বদা কাজ করে যাবেন।



