BURN CALORIES NOT FUEL-এই স্লোগানকে সামনে রেখে বহিঃ রাজ্যের দুই বন্ধু পায়ে হেঁটে পাড়ি দিলেন অজানাকে জানা এবং ভারতের সৌন্দর্যকে উপভোগ করতে। ভারতের ২৮ টি রাজ্য তারা ঘুরে দেখবে। এবং সেখানকার সংস্কৃতি, ভাষা, আদব কায়দা, রীতিনীতি সম্পর্কে অবগত হতে তারা মূলত বেরিয়েছেন পায়ে হেঁটে। বর্তমান সময়কালে মানুষজন যখন বাইক, গাড়ি সহ বিভিন্ন যানবাহনের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল সেই জায়গায় দাঁড়িয়ে যুব সমাজের প্রতি হাঁটা এবং সুস্থ থাকার বার্তা নিয়ে তাদের মূলত এই পদ যাত্রা। উত্তর প্রদেশের যুবক অজিতেজ শর্মা এবং ছত্তিশগড়ের সৌরভ তেভাঙ্গা মূলত একই কলেজের সহপাঠী। সেই সূত্রেই তাদের আলাপ।
মূলত দশ মাস ধরে পায়ে হেঁটে ভারতের আটটি রাজ্য ইতিমধ্যেই তারা পরিভ্রমণ করেছেন। ত্রিপুরা তাদের নবম রাজ্য। গত এক সপ্তাহ ধরে ত্রিপুরার সৌন্দর্য এবং সংস্কৃতি উপভোগ করছে ওই দুই বন্ধু। মঙ্গলবার সন্ধ্যায় তারা পৌঁছায় তেলিয়ামড়ায়। তেলিয়ামুড়া থানার পুলিশের সহযোগিতায় রাত্রি যাপনের ব্যাবস্থা হয় তাদের।



