বুধবার আগরতলার প্রেসক্লবে রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রিপাবলিকান পার্টির সদস্য অনন্ত দেববর্মা। এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান রাজ্য কমিটির উদ্যোগে সংশ্লিষ্ট জেলা কমিটি দ্বারা ৫ জেলার জেলাশাসকদের ইতিমধ্যে শত শত কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ৪৪ দফা দাবি সম্বলিত ডেপুটেশন প্রদান করা হয়েছে । বাকি তিনটি জেলার ডেপুটেশন কার্যক্রম করোনা বিধি লাগু হওয়ায় আপাদত স্থগিত রাখা হয়েছে। এই ৪৪ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল রাজ্যবাসীর জন্য সরকারি যেসব সুযোগ সুবিধা গুলো আছে তা অতিদ্রুত বাস্তবায়ন করা , জনজাতিদের অস্তিত্ব রক্ষায় আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন করা । NLFT , TNV , ATTE থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা ভাইদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জীবন জীবীকার মান উন্নয়ন ঘটানোর জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে তাদের যে চুক্তি হয়েছিল তার খুব শীঘ্র সঠিক বাস্তবায়ন করা । এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ‘ রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার ‘ ত্রিপুরা রাজ্য সভাপতি শ্রী সত্যজিৎ দাসকে সঠিক নিরাপত্তা প্রদান করা ইত্যাদি।



