বুধবার ত্রিপুরা হোলসেল গ্রোসারি এসোসিয়েশনের উদ্যোগে বাণিজ্য ভবনে করোনা টীকাকরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ দিনের কর্মসূচিতে নারী-পুরুষ শ্রমিক উভয় অংশের মানুষদের করোনা টীকা করনের প্রথম দ্বিতীয় এবং বুস্টার ডোজ প্রদানের আয়োজন করা হয়েছে। এদিন সংবাদ মাধ্যমকে সংস্থার সাধারণ সম্পাদক জানান রাজ্যে যেভাবে করোণা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেদিকে লক্ষ্য রেখে ত্রিপুরা হোলসেল গ্রোসারী এসোসিয়েশনের এই উদ্যোগ, তাছাড়া রাজ্যবাসীর স্বার্থে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি জারি থাকবে বলে জানান। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে টিকা নিতে আসা সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়।



