Saturday, January 24, 2026
বাড়িখবররাজ্যআনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কন্ট্রোলার অফ লিগ্যাল ম্যাট্রোলজি ত্রিপুরা দপ্তরের নবনির্মিত ভবনে

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কন্ট্রোলার অফ লিগ্যাল ম্যাট্রোলজি ত্রিপুরা দপ্তরের নবনির্মিত ভবনে

বুধবার কন্ট্রোলার অফ লিগ্যাল মেট্রোলজির নতুন অফিস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। নব নির্মিত ভবনটির আনিষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মনোজ কান্তি দেব দেব, প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরদিন্দু চৌধুরী, সচিব, এফসিএস লিগ্যালমেট্রোলজি কন্ট্রোলার তপন কুমার দাস সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী মনোজ কান্তি দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন, কন্ট্রোলার অফ লিগ্যাল মেট্রোলজি দপ্তরের অফিস এবং অফিস কক্ষের অভাবে বিগত দিনে কাজ করার ক্ষেত্রে যে অসুবিধার সম্মুখীন হতে হতো তা এই নবনির্মিত ভবন উদ্বোধনের পর সেরে যাবে বলে আশা ব্যক্ত করেন এবং প্রতিটি জেলায় এতদিন যে কর্মী স্বল্পতার অভাবে পৌঁছাতে পারিনি তা আগামী দিনে পূরণ হবে বলে জানিয়েছেন। তার পাশাপাশি রাজ্যের প্রত্যেকটি জেলা যেন এই কন্ট্রোলার অফ লিগ্যাল মেট্রোলজি দপ্তরের সহযোগিতায় উপকৃত হতে পারেন সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটি জেলায় কন্ট্রোলার অফ লিগ্যাল মেট্রোলজি দপ্তর খোলার কথা জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য