কেন্দ্র সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে সরব হলো যুব কংগ্রেস। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে রাজধানীর বুকে এক প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয়। প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়। এদিনের প্রতিবাদ কর্মসূচি থেকে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাকু দাস সংবাদমাধ্যমকে জানান স্বৈরাচারী নরেন্দ্র মোদি চালিত কেন্দ্র সরকার রাজনৈতিক প্রতিহিংসায় রাহুল গান্ধীজী এবং সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস ভিবি জী কে পুলিশ দিয়ে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি দিয়ে হেনস্থা করা হচ্ছে, এবং ইডি দিয়ে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে আটকানো যাবে না কেননা সারা ভারতের যুবকরা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর পাশে রয়েছে বলে জানানোর পাশাপাশি এই সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নেতৃত্বে আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের পতন ঘটবে বলে অভিমত ব্যক্ত করেন। এ দিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



