Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে চলতি শিক্ষা বর্ষ থেকে রাজ্য শিক্ষা দপ্তরের সহযোগিতায় স্থানীয়...

তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে চলতি শিক্ষা বর্ষ থেকে রাজ্য শিক্ষা দপ্তরের সহযোগিতায় স্থানীয় বিধায়িকা কল্যাণী রায়ের প্রচেষ্টায় চালু হল বিজ্ঞান বিভাগ সাংবাদিক সন্মেলনে জানালেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: মনোরঞ্জন দাস

বিগত বাম আমলে রাজ্যের মহাবিদ্যালয়গুলির পঠন-পাঠনের মান উন্নয়নে বিগত বাম সরকারের কোন উদ্যোগ ছিল না। কিন্তু বর্তমান রাজ্য সরকার রাজ্যের সরকারি মহাবিদ্যালয় গুলির পঠন পাঠনের মান উন্নয়নে একের পর এক উদ্যোগ গ্রহণ করছে। এরই বাস্তব চিত্র তেলিয়ামুড়ার সরকারি মহাবিদ্যালয়ের এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ফুটে উঠলো সোমবার। এদিনের এই সাংবাদিক সম্মেলনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: মনোরঞ্জন দাস সাংবাদিকদের সামনে জানান, রাজ্য সরকার এবং রাজ্য শিক্ষা দপ্তরের সহযোগিতায় স্থানীয় বিধায়িকা কল্যাণী রায়ের প্রচেষ্টায় তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে চলতি শিক্ষা বর্ষ থেকে বিজ্ঞান বিভাগ চালু করা হয়েছে। এ বছর তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তি করানো হবে অনলাইনের মাধ্যমে। মূলত রাজ্য সরকার এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের ঐকান্তিক চেষ্টায় বিজ্ঞান বিভাগ চালু হবে এই শিক্ষা বর্ষ থেকে। আর তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাংবাদিক সম্মেলনে মধ্য দিয়ে এই তথ্য তুলে ধরেন সকলের সামনে। এর দ্বারা প্রমাণ বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের মহাবিদ্যালয়গুলির পঠন পাঠন ব্যবস্থা দিন দিন উন্নত হচ্ছে। সোমবার কলেজের অধ্যক্ষ ড: মনোরঞ্জন দাস জানান, তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে ২০ ছাত্রছাত্রী এবছর বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারবে অনলাইনের মাধ্যমে। তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু হওয়ায় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক মহলে খুশির বাতাবরণ বইছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য