খোয়াই কংগ্রেস ভবনে 26 শে জুন বিজেপি আশ্রিত দুষ্কৃতী কারিদের দ্বারা সংঘটিত অগ্নিসংযোগের ঘটনা সরোজমিনে দেখতে এলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা।পরে তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে খোয়াই কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠক করেন। বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন মাত্র এক মাস অপেক্ষা করুন দেখবেন রাজ্যের রাজনীতির চিত্রটাই পুর পাল্টে গেছে। তিনি এও বলেন বিজেপির ঘরের প্রায় 10 জন বিক্ষুব্ধ বিধায়ক রয়েছেন যারা নিয়মিত কংগ্রেসের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। কারণ রাজ্য রাজনীতিতে বর্তমানে বিজিপি সরকারের কার্যকলাপে ও নিয়ম-শৃঙ্খলা হিন দলে থেকে অনেক বিধায়করা আজ অতিষ্ঠ হয়ে গেছেন তাই তারা আগামী দিন বিজেপি দল ছেড়ে কংগ্রেস দলে চলে আসবেন বলে মনে করেন ধরনের কার্যকলাপ দেখে। আর বিজেপির বাইক বাহিনীও দেখবেন পাল্টে আগামী দিন কংগ্রেসের বাইক বাহিনী হয়ে গেছে শুধু সময়ের অপেক্ষা।