Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যস্বদলীয় বিধায়কের পর এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানালো প্রদেশ যুব কংগ্রেস

স্বদলীয় বিধায়কের পর এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানালো প্রদেশ যুব কংগ্রেস

সোমবার কালো পতাকা নিয়ে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। যুব কংগ্রেস কর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গোটা রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থার বেহাল দুর্দশা। শিক্ষকের দাবীতে রাজ্যের স্কুল গুলির ছাত্র-ছাত্রীরা প্রতিদিন দিকে দিকে আন্দোলন গড়ে তুলছে।কিন্তু তারপরেও শিক্ষামন্ত্রী রতন লাল নাথের কোন হেলদোল নেই। গত সাড়ে চার বছরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ রতন লাল নাথ। তাই দাবি জানানো হচ্ছে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করার জন্য। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম থানার পুলিশ। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ কমপ্লেক্সে নিয়ে যায়। তা সত্বেও যুব কংগ্রেসের কর্মীরা জানায় অবিলম্বে দায়িত্ব থেকে পদত্যাগ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে বলে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য