রবিবার ১০ মজলিশপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তর এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর ও পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী জিরানিয়া বীণাপাণি এলাকার জনজাতি মা ও বোনদের মধ্যে শতাধিক পাছড়া বিতরণ এবং জনজাতি বয়স্ক গুরুজনদের ছাতা, পকেট গীতা, মিষ্টির প্যাকেট বিতরণ করে ওঁনাদের উত্তরীয় পড়িয়ে শেষে সকলের সঙ্গে মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে আন্তরিকতা ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার মাননীয় রাজ্য সভাপতি শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, সদর গ্রামীণ জেলার মাননীয় সভাপতি শ্রী অসিত রায় মহোদয়, মজলিশপুর বিধানসভার মাননীয় মন্ডল সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয় এবং মজলিশপুর মন্ডলের বিভিন্ন স্তরের নেতৃত্বগণ সহ অন্যান্যরা।



