Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্য৮ দফা দাবি নিয়ে দাবি দিবস পালন করলো সারা ভারত যুব ফেডারেশন...

৮ দফা দাবি নিয়ে দাবি দিবস পালন করলো সারা ভারত যুব ফেডারেশন এবং সারা ভারত ছাত্র ফেডারেশন

রবিবার আট দফা দাবি ভিত্তিতে রাজধানীর সিটি সেন্টারের সামনে সারা ভারত যুব ফেডারেশন এবং সারা ভারত ছাত্র ফেডারেশনে যৌথ উদ্যোগে দাবি দিবস পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত যুব ফেডারেশনের সম্পাদক বিক্রম জিত সেনগুপ্ত, সারা ভারত ছাত্র ফেডারেশনের আহ্বায়ক শুভদীপ মজুমদার সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের সামনে সংগঠনের নেতৃত্ব বলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে কেননা স্বদলীয় বিধায়ক খোদ রাজ্যের শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন এবং দরকার পড়লে মামলা করবেন বলেও হুমকি দিয়েছেন সুতরাং তাতেই বোঝা যাচ্ছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন দিকে রয়েছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবিতে রাস্তা অবরোধ করছেন সুতরাং দাবি দিবস কর্মসূচি থেকে রাজ্য সরকারের প্রতি আহ্বান রাখা হচ্ছে অনতিবিলম্বে যেন রাজ্য সরকার এইসব বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করেন। তাছাড়া আউটসোর্সিং প্রক্রিয়াতে চাকরি নিয়োগ প্রত্যাহার, টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগ করা, জেআরবিটি ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া চালু করা, রেগা এবং টুয়েবের ২০০ দিনের কাজ বরাদ্দ করা, তার পাশাপাশি চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী সমাধানের ব্যবস্থা দাবি রাখেন। এ দিনের কর্মসূচি কে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য