দেশের 15তম রাষ্ট্রপতি হিসাবে দ্রৌপদী মুর্মু নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাল আগরতলা পুর নিগমের ১৪ নং ওয়ার্ড এলাকার জনগন। তারই পরিপ্রেক্ষিতে রবিবার সকালে এক রেলি বের করা হয়, এদিনের রেলীতে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত, মেয়র দীপক মজুমদার,৭ রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি তাপস দেব, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসিম ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য বলেন আমরা খুশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিছিয়ে পড়া জনজাতি অংশের একজন মহিলা দ্রৌপদীর মুর্মু কে সামনের সারিতে নিয়ে এসেছেন, এবং তাকে দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করেছেন, যিনি নিজের ব্যক্তিগত জীবনে লড়াই সংগ্রাম চালিয়ে এসেছেন এবং নিজের জাতি গোষ্ঠীর লোকেদের তাদের যথার্থ মর্যাদা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সংগ্রাম চালিয়ে এসেছেন ও মানুষের প্রতি উনার যে দায়বদ্ধতা তা দেখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওনাকে সামনের সারিতে যে নিয়ে এসেছেন তা একটা সাহসী পদক্ষেপ। তাছাড়া আমাদের দেশে কিংবা রাজ্যগুলিতে যেভাবে পিছিয়ে পড়া জনজাতি অংশের মানুষরা লাঞ্ছিত হচ্ছেন সেই জায়গায় দেশের প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ যারা তাদের লাঞ্চিত করছেন তাদের প্রতি করা জবাব বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে দুর্গা চৌমুহনী এলাকায় সাধারণ জনগণের মধ্যে মাস্ক এবং সেনিটাইজার বিতরণ করেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত। এ দিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



