শনিবার রোটারি ক্লাব অব আগরতলা সিটির উদ্যোগে দুদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির প্রথম দিনে মহিন্দ্রা ফাইন্যান্সের সহযোগিতায় রোটারি ক্লাব অব আগরতলা সিটির উদ্যোগে মহারানীর তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়, এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার কার্যকর্তাদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রীরা। এদিন সংগঠনের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান প্রতিবছরের ন্যায় এ বছরও জুলাই মাসে ১০০ টি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে কর্মসূচির প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এবং আগামীকাল দ্বিতীয় দিনের কর্মসূচি অনুষ্ঠিত হবে প্রগতি স্কুল সংলগ্ন এলাকায়। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।



