মিশু নামক বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করল এক যুবক। জানা যায় মিশু নামক কোম্পানিতে চাকরির জন্য আবেদনকারী চাকরি প্রত্যাশীরা ইন্টারভিউ দেওয়ার জন্য গেলে চাকরিপ্রার্থীদের মধ্যে বিশেষ করে মহিলা প্রার্থীদের কে অগ্রাধিকার দেওয়া হয় বলে। পাশাপাশি আরও অভিযোগ রয়েছে যে চাকরির জন্য ফোন করলে প্রথমেই নাকি চাকরিপ্রার্থীদের কাছে জানতে চায় তাদের কোন বোন আছে কিনা যদি থাকে তাহলে সঙ্গে নিয়ে আসার জন্য বলা হয় বলে। তারই পরিপ্রেক্ষিতে চাকুরী প্রার্থীরা প্রতারককে রাজধানীর টাউনহলের সামনে উত্তম মধ্যম দেয় এবং এই ঘটনার খবর পেয়ে রাজধানীর পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত একজনকে গ্রেফতার করে নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর টাউন হল এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।।



