দেশের রাষ্ট্রপতি হিসাবে প্রথম জনজাতি মহিলা দ্রৌপদী মুর্মু নির্বাচিত হওয়ায় ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনজাতি মোর্চার প্রদেশ কমিটির উদ্যোগে জম্পুইজলা বেলবাড়ি রাস্তায় আনন্দে এক বিজয় মিছিলের আয়োজন করা হয়। কিন্তু মিছিল শেষ করে মঙ্গল দেববর্মা আগরতলার দিকে ফেরার পথে ৪থেকে ৫ জন তিপ্রামথা দলের বাইক বাহিনী আক্রমণ সংঘটিত করে, গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তারই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে ভারতীয় জনজাতির মোর্চার প্রদেশ কমিটির নেতৃত্ব মঙ্গল দেববর্মা আগরতলা পশ্চিম থানায় আক্রমণকারীদের নাম ও ঠিকানা দিয়ে এফ আই আর করেন। এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান বিজেপি জনজাতি মোর্চার কর্মীবৃন্দ টাকারজলা থানাধীন জম্পুইজলা গ্রামে ভারতের নব নির্বাচিত রাষ্ট্রপতি শ্রীমতি দুপুদী মূর্মর জয়লাভ উপলক্ষ্যে বিজয় উৎসব কর্মসূচী শেষ করে TR01AD0419 নং গাড়ি নিয়ে আগরতলা ফেরার পথে জম্পুইজলা – বেলবাড়ি রাস্তায় শান্তিনগর পৌঁছলে ৪-৫ জন তিপ্ৰামথা দুষ্কৃতিকারী সশস্ত্র অবস্থায় দুটি বাইক নিয়ে রাস্তার উপর আমাদের গাড়ি আটক করার চেষ্টা করে । আমরা বেগতিক দেখে গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে চালালে দুষ্কৃতিকারীরা আমাদের গাড়ির উপর আক্রমন সংঘটিত করে এবং ইট পাটকেল মারতে থাকে । ঐ সময় আমরা দুষ্কৃতিকারী কর্তৃক পর পর দুটি বন্দুকের গুলির আওয়াজ শুনি । দুষ্কৃতিকারীরা আমাদেরকে প্রাণে মারার উদ্দেশ্যে এই আক্রমন সংঘটিত করেছে । কিন্তু সতর্কতার সহিত অতি দ্রুত গাড়ি চালিয়ে আসাতে তারা আমাদেরকে প্রাণে মারতে পারেনি বলে জানান।



