আমার ঘরে ভগবান এসেছে- এখন একটাই স্বপ্ন, আমার মেয়ে অলিম্পিকে খেলবে। খুশিতে চোখ ভরা জল নিয়ে এমনটাই আশা ব্যক্ত করেন- থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরে অনুষ্ঠিত- আন্তর্জাতিক এশিয়ান ক্যাডেট এন্ড জুনিয়র জুডো প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদকপ্রাপ্ত- দক্ষিণ জেলা বিলোনীয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের -দক্ষিন সোনাইছড়ির সোনার মেয়ে অস্মিতার মা বাবার। মা মুন্না পাটারী দে গৃহিনী।বাবা অর্জুন দে পেশায় সাইকেল মেরামতির কাজ করলেও নেশা ছিল খেলাধুলার জগতে মেয়েকে প্রতিষ্ঠিত করা।অর্জুন কুমার দে বাই সাইকেল মেরমতির কাজ করে কোনক্রমে টানা পোড়নের মধ্যে দিয়ে এক ছেলে দুই মেয়েকে নিয়ে তাদের সংসার চলে অতিকষ্টে,কিন্ত আজ তাদের মেয়ে অস্মিতা সমাজে একটি উদাহরণ, প্রেরনা,সব দারিদ্রতা কে দুরে সরিয়ে মেয়ের স্বপ্ন পুরনের আশায় প্রহরন গুনছেন পরিবারের সকলে, সারা দেশ ও রাজ্যের সাথে বিলোনিয়া বাসী দারুণ খুশি, খুশি পরিবারের সকলে, তাই ছোট্ট সোনার মেয়ে অস্মিতাকে ভগবানের তুল্য করে- বিলোনিয়া কলেজ স্কোয়ার ভাড়া বাড়িতে বসে সংবাদ প্রতিনিধির সামনে এবিষয়ে বলতে গিয়ে -আবেগপ্লুত হয়ে পড়েন অস্মিতার মা বাবা। এখন পরিবারের সাথে সারা দেশ রাজ্য ও বিলোনিয়াবাসী স্বপ্নের প্রহর গুনছে সোনার মেয়ে অস্মিতার অলম্পিকে সোনা জয়ের।



