গতকাল দেশের প্রথম আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, উনাকে অভিনন্দন জানিয়ে সারা দেশের পাশাপাশি রাজ্য বিজয় উল্লাসে মেতে উঠে শাসকদলের কার্যকর্তারা। আজ দেশের ১৬ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া দ্রৌপদী মুর্মুর দীর্ঘায়ু এবং উনার নেতৃত্বে দেশ যেন আগে আরো এগিয়ে যায় তা কামনা করে খয়েরপুর এলাকার মহিলা মোর্চার মা বোনেরা চতুর্দশ দেবতা মন্দিরে পুজো দেন। এদিন খয়েরপুর এলাকার এক নেতৃত্ব সংবাদ মাধ্যমকে জানান এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার যে দেশের প্রধানমন্ত্রীর ডাক তা সফল যেন হয় দেশের প্রধানমন্ত্রী এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে তার কামনা করেই আজকের এই পূজার্চনা বলে।



