Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যজোর করে ক্ষমতায় থাকতে চাইছে বিজেপি- বীরজিৎ সিনহা

জোর করে ক্ষমতায় থাকতে চাইছে বিজেপি- বীরজিৎ সিনহা

কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সোনিয়া গান্ধীকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডির তলব করাকে কেন্দ্র করে শুক্রবার আগরতলায় সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে হয় গন অবস্থান পোস্ট অফিস চৌমুহনী দলীয় কার্যালয়ের সামনে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা ,সর্বভারতীয় নেত্রী জারিতা ,সদর জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। তাছাড়া তারই প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নেমেছে কংগ্রেস। এই ঘটনার প্রতিবাদে শুক্রবারেও আন্দোলন অব্যাহত রেখেছে তারা। এদিন সংবাদ মাধ্যমের সামনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা দাবি জানান অবিলম্বে সোনিয়া গান্ধীর উপর লাগানো মামলা প্রত্যাহারের। পাশাপাশি তিনি জানান ৯ আগস্ট বিজেপি ভারত ছাড়ো আন্দোলন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এদিন তিনি অভিযোগ করেন ত্রিপুরায় বিজেপি জোর করে ক্ষমতায় থাকতে চাইছে। এর মোকাবিলা করার জন্য কংগ্রেস কর্মীরা প্রস্তুত হয়েছে। তিনি বলেন আমরা শক্ত হাতে মোকাবিলা করব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য