আগামী ২৪ শে জুলাই তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রার্থী দিয়েছে ক প্যানেল এবং খ প্যানেলে প্রতিনিধিরা। নির্বাচনকে সামনে রেখে ক প্যানেলের প্রার্থীরা জোর প্রচার চালিয়ে যাচ্ছে। প্রচারে ভালো সাড়া পাচ্ছে বলে ক প্যানেলের পক্ষ থেকে জানানো হয়। এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ তেলিয়ামুড়া বাজারের তিনটি স্থানে অর্থাৎ ধান বাজার, উত্তর বাজার এবং পাতিল বাজার এলাকায় মোট তিনটি সভা অনুষ্ঠিত করে। ওই সভা গুলিতে ক প্যানেল তথা নিরপেক্ষ ব্যবসায়ী ঐক্য প্যানেলের ১১জন প্রার্থীরা উপস্থিত ছিলেন সভা গুলিতে। এর মধ্যে মধুসূদন রায়, কেশব পাল, কৃষ্ণপদ দাস পৃথক পৃথকভাবে বিবৃতি দিয়ে জানান,,,, বিগত দিনেও তেলিয়ামুড়া বাজারের ব্যাপক উন্নয়ন সংঘটিত করা হয়েছে। যদিও ঐ সব উন্নয়ন গুলির কাজ খুব দ্রুত শেষ হলেও বাকি উন্নয়ন গুলি আগামী দিন বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষজনের উদ্দেশ্যে সংঘটিত করা হবে।।



