রাজ্যের ৮টি জেলায় “জল জীবন মিশন” প্রকল্পের দ্রুত বাস্তবায়ন নিয়ে বৃহস্পতিবার রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনের ৩নং কনফারেন্স হলঘরে এক উচ্চস্তরীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান’ দপ্তরের লক্ষ্য এবং অভিপ্রায় হচ্ছে অতিদ্রুততার সাথে আমাদের রাজ্যের প্রতিটি বাড়িতে নল বাহিত পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া। এই লক্ষ্যকে সামনে রেখেই এই প্রকল্পের সাথে যুক্ত কাজের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন বৈঠকে বলে। আজকের এই উচ্চস্তরীয় পর্যালোচনা বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব শ্রী কিরণ গিত্যে, দপ্তরের মুখ্য বাস্তুকার শ্যামলাল ভৌমিক, প্রকল্পের সাথে যুক্ত বিভিন্ন সার্কেলের তত্বাবধায়ক বাস্তুকারেরা, বিভিন্ন ডিভিশনের নির্বাহী/সহকারী বাস্তকারেরা, জল জীবন মিশনের কাজের সাথে যুক্ত রাজ্যের/বহিঃরাজ্যের বিভিন্ন এজেন্সির প্রতিনিধিরা।



