অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার এসোসিয়েশন ত্রিপুরা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বটতলা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন তাদের দাবি বিদ্যুৎ আইন সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে ও লোডশেডিং সমস্যা সমাধান করতে হবে,তাছাড়া সরকার দেশে কয়লা উত্তোলনকারী সংস্থাগুলির উত্তোলন কমিয়ে বিদেশ থেকে বহুগুন বেশি দামে যে কয়লা আমদানি করছে সেই কয়লা কিনতে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলিকে বাধ্য করছে । ফলে উৎপাদনকারী কোম্পানীগুলি বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধির অজুহাত তুলে বিদ্যুৎ মাশুল বহুগুন বৃদ্ধি করেছে । বিজেপি সরকারের এইরূপ জনবিরোধী নীতির প্রতিবাদে ‘ অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স এসোসিয়েশান ‘ ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে । তারই অঙ্গ হিসাবে সংগঠনের ত্রিপুরা শাখার উদ্যোগে এই তুমি বিক্ষোব প্রদর্শন।



