গত ১৯ তারিখ ব্যাংক nationalist day পালনের মধ্য দিয়ে গণধর্নায় ব্যাংক কর্মীরা তাদের দাবিগুলি উত্থাপন করেছেন, সেই দিবস পালনের কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবের সামনে “ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও” কর্মসূচি করা হয় ব্যাংক কর্মীদের পক্ষ থেকে। এদিন সংবাদমাধ্যমকে এক ব্যাংক কর্মী জানান ব্যাংক শিল্পকে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া যাবে না, কেননা তার ফলে সাধারণ মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হবে। তাছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ব্যাংক চলে গেলে সাধারণ গরিব অংশের যে সকল গ্রাহকরা রয়েছেন বিশেষ করে তারাই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে বলে অভিমত ব্যক্ত করেন।



