বুধবার আগরতলা মেলার মাঠ স্থিত সিআইটি ইউ কার্যালয়ে ১৫ তম ত্রিপুরা তাঁত শিল্প শ্রমিক ইউনিয়ন রাজ্য সম্মেলন করা হয়। এই দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, তাঁত শিল্প শ্রমিক ইউনিয়নের অন্যান্যরা।১৫ তম তাঁত রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিআই টি ইউ রাজ্য সভাপতি মনিক দে বলেন বহু লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তৈরী হয়েছে এই সংঘঠন প্রথম বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যের গ্রামীণ শিল্পী শুধু তাত নয় নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত গ্রামের শ্রমিকদের নিয়ে তাদেরকে সংঘটিত করা উজ্জীবিত করাই ছিলো মূল উদ্দেশ্য বলে উনার বক্তব্য তুলে ধরেন।



